২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

ভিনি-বেনজেমায় আরো সুসংহত রিয়ালের শীর্ষস্থান

- Advertisement -

লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা- করোনা, ইনজুরি সব বাঁধা কাটিয়ে অনেকদিন পর যেন ‘পুরো’ রিয়াল মাদ্রিদকে পেলো সান্তিয়াগো বার্নাব্যুর দর্শক। রিয়াল খেললোও দারুণ। ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থানটায় আরো জাঁকিয়ে বসেছে লস ব্লাঙ্কোসরা।

জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। ৫২ আর ৬১ মিনিটে দুটি গোল করে রিয়ালের জয় আরো সুনিশ্চিত করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ৮৮ মিনিটে বেনজেমা ঠোকেন কফিনে শেষ পেরেক। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার তরফ থেকে একটি গোল শোধ দেন গনসালো গেদেশ, এটুকুই ছিলো ভ্যালেন্সিয়ার দৌড়।

৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার (৪১) চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img