২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

‘ভিরাটের ৭১তম সেঞ্চুরি না হওয়া পর্যন্ত প্রেম করব না’

- Advertisement -

সময়টা ভালো যাচ্ছে না ভিরাট কোহলির। সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২৮ মাস আগে। সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে করতে কোহলি কিছুটা ক্লান্তবোধ করলেও করতে পারেন। তবে, সারাবিশ্বে কোহলি ভক্তরা ঠিকই তাঁর ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করার দিনটির জন্য অপেক্ষা করছে।

শনিবার চলমান আইপিএলে পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে এমনই এক নারী কোহলি-ভক্তের পোস্টার রীতিমতো সবার নজর কেড়েছে। ভারতের সাবেক এই ক্রিকেটারের উদ্দেশ্যে সেই ভক্তের পোস্টারে লেখা ছিল, “ভিরাটের ৭১তম সেঞ্চুরি না হওয়া পর্যন্ত আমি প্রেমই করব না।”   

কোহলি ভক্তের উন্মাদনা ধরা পড়েছে টিভি ক্যামেরায়

ব্যাঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর আইপিএলের এই মৌসুমে কিছুটা হলেও ফর্মে ফেরার আভাস দিয়েছেন ভিরাট কোহলি। আইপিএল ২০২২-এ দল হারলেও নিজের প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছিলেন ৪১ রানের অপরাজিত এক ইনিংস। গতকাল মুম্বাইয়ের বিপক্ষেও বেশ ভালো ইনিংসের আভাস দেন ডানহাতি এই ব্যাটার। তবে, নিসন্দেহেই ভেঙ্গেছে সেই ভক্তের মন। ফিফটি থেকে দূরে ২ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন এই স্টাইলিশ ব্যাটার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img