১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হতে দেরি

- Advertisement -

বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম টেস্ট শুরু হতে দেরি হচ্ছে। ১১টায় মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের। পরবর্তীতে তা পিছিয়ে গেছে আরও একঘন্টা। অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠ পরিদর্শন করবে

কখন টস হতে পারে সেটাও এখনো জানা যায়নি। ‘ইএসপিএন ক্রিকইনফো’ বলছে, আকাশ কিছুটা পরিষ্কার হচ্ছে। মাঠ থেকে সরানো হচ্ছে কাভারগুলো। মাঠে বাড়ছে দর্শকদের আনাগোনা। ১২টায় মাঠ পরিদর্শনের পর পরবরর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়ার।

এর আগে মঙ্গলবার ইসলামাবাদে বৃষ্টির কারণে শুরু হয়নি ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচের প্রথমদিনের খেলা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছিল ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাওয়ালপিন্ডিতেও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img