১৪ মার্চ ২০২৫, শুক্রবার

মালিঙ্গার নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস

- Advertisement -

আসন্ন আইপিএলে রাজস্থান রয়েলসের ডাগআউটে দেখা যাবে লাসিথ মালিঙ্গাকে। বোলিং কোচ হিসেবে লঙ্কান তারকা পেসারকেই বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে বোলিং মেন্টরের দায়িত্ব পালন করেছেন মালিঙ্গা, অস্ট্রেলিয়া সিরিজে কাজ করেছেন শ্রীলঙ্কা দলের সাথেও। নতুন ঠিকানায় মালিঙ্গা পাচ্ছেন কুমারা সাঙ্গাকারাকেও, রাজস্থানের হেডকোচ যে সাঙ্গাকারাই!

নতুন ঠিকানায় নতুন লক্ষ্য নিয়ে এগোতে চান মালিঙ্গা, “আবারও আইপিএলে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। রাজস্থানের পেসারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সাথে আমার অগণিত স্মৃতি। এবার নতুন দল, নতুন ঠিকানা। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই, রাজস্থানের সাথে অসংখ্য স্মৃতি তৈরী করতে চাই।”

মালিঙ্গাকে পেয়ে উচ্ছ্বাসিত সাঙ্গাকারাও। জানিয়েছেন, “লাসিথ টি-টোয়েন্টি সর্বকালের সেরা বোলারদের একজন। ওর মতো কাউকে কোচিং প্যানেলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। ওর উপস্থিতি দলকে এগিয়ে নিতে নিশ্চিতভাবেই অনেক সহযোগিতা করবে।”

২০২১ সালে যখন অবসরের ঘোষণা জানিয়েছিলেন, মালিঙ্গা তখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। আবারও আইপিএলে ফিরছেন মালিঙ্গা, তবে নতুন ভূমিকায়। নিশ্চিতভাবেই চাইবেন এখানেও সমানভাবেই সফল হতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img