২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

মিঠুন ভাইয়ের সাথে ব্যাটিং করা সবসময়ই মজার: মিজানুর

- Advertisement -

তিন শতাধিক রানের জুটিতে তাঁর নাম থাকা খুব নতুন কিছু নয়। এর আগেও ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে একাধিক ৩০০+ পার্টনারশিপে তার নাম ছিল, সর্বোচ্চ ছিলো নাজমুল হোসেন শান্তর সাথে ৩৪২।

সোমবার বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে মোহাম্মদ মিঠুনের সাথে আরো একবার জুটির ত্রিশতক পেরিয়েছেন মিজানুর রহমান। ৩২৭ রানের জুটিতে তার অবদান ১৬২! আরেকটু টিকে থাকলে হয়তো সাড়ে তিনশো রানের পার্টনারশিপ করতেই পারতেন তারা। তবে দিনশেষে গণমাধ্যমের সামনে মিজানুর জানালেন, এতো ভালো খেলার পরও নিজের আগের পার্টনারশিপের রেকর্ড ভাঙতে না পারার আফসোস পোড়াচ্ছে তাকে।

“একটু তো আফসোস লাগেই। আমার আর শান্তর ৩৪২ রানের জুটি আছে, আমি আর মিঠুন ভাই কথা বলছিলাম যে আগে ওটা ক্রস করার চেষ্টা করবো এরপর যা হয়… কিন্তু আউট হয়ে গেলাম”

জাতীয় লিগটা ভালো যায়নি মিজানুরের, তবে বিসিএলে প্রথম ম্যাচেই এমন একটি ইনিংস! মিজানুর জানালেন দুই টুর্নামেন্টের মূল পার্থক্যটা-

“জাতীয় লিগের উইকেট স্লো ও টার্নিং ছিলো জন্য সেভাবে সুবিধামতো খেলতে পারিনি। এই ম্যাচের উইকেট খুব ভালো তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলে রান পেয়েছি।”

মিজানুর-মিঠুন দুজনে মিলে গড়েছেন ৩২৭ রানের জুটি

ঘরোয়া ক্রিকেটে মিজানুর নিয়মিতই ওপেন করেন। তবে আজ তিনি জুটি বেঁধেছিলেন এমন একজনের সাথে যিনি এর আগে কোনদিন বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ওপেনই করেননি। তাঁর সাথেই এমন ‘মহাকাব্যিক’ জুটি! মিজানুর জানালেন-

“মিঠুন ভাইয়ের সাথে ব্যাট করা অনেক মজার। তিনি ন্যাশনাল টিমে খেলছেন। আমরাও অনেকদিন ধরেই একসাথে খেলি। তিনি কোনদিন ওপেনিং করেননি কিন্তু আজ তিনি খুব ভালো ব্যাটিং করেছেন”

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img