৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

মিরপুরে ‘বিসিবি একাডেমি কাপের’ ট্রফি উন্মোচন

- Advertisement -

দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করা ও তুলে আনার জন্য বড় পরিসরে শুরু হচ্ছে বিসিবি একাডেমি কাপ।

দেশের বিভিন্ন প্রান্তের ৯৬টি ক্রিকেট একাডেমি এই টুর্নামেন্টে অংশ নেবে। আজ মিরপুরের হোম অব ক্রিকেটে হয়ে গেলো এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বিসিবি পরিচালক ওবেদ রশীদ নিযামসহ আরো অনেকে।

৫০ ওভারের এই টুর্নামেন্ট হবে দুই স্তরে- বিভাগীয় ও জাতীয়। বিভাগীয় রাউন্ডে ৮ গ্রুপে অংশ নেবে ৯৬ দল।  ১৭ থেকে ২১ বছর বয়সী উঠতি ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেবে।

সাতটি বিভাগ ও ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া মোট ১৬টি দল খেলবে জাতীয় রাউন্ডে। বিভাগীয় রাউন্ডে ম্যাচ হবে ৮৮টি, জাতীয় রাউন্ডে ২৭টি।

ট্রফি উন্মোচনের পর বেলুন উড়াচ্ছেন আয়োজকরা

বিভাগীয় রাউন্ডের খেলা শুরু হবে শুক্রবার। ঢাকা মেট্রো পর্যায়ে খেলা শুরু ২১ ডিসেম্বর থেকে। আর ১৬ দল নিয়ে জাতীয় রাউন্ডের খেলা হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img