২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

রাতে মিলান ডার্বি, নেই ইব্রা

- Advertisement -

স্পেনে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, ইংল্যান্ডে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড আর ইতালিতে দুই মিলান। ডার্বি ম্যাচ গুলো ফুটবলে সব সময় যোগ করে বাড়তি আকর্ষণ। এবারও ব্যতিক্রম নয়, কোপা ইতালিয়ার সেমিফাইনালেই লড়বে এসি মিলান আর ইন্টার মিলান। অনেকেই যেটাকে বলছেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। বুধবার রাত দুইটায় প্রথম লেগ, সান সিরোতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্ধী। সবশেষ দেখায় ইন্টারকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো এসি মিলান। তবে ইনজুরির কারণে এসি মিলান পাচ্ছেনা তাদের বড় তারকা ইব্রামোভিচকে।

এফএ কাপে মাঠে নামবে গার্ডিওয়ালার ম্যানসিটি।

একই রাতে ইংল্যান্ডে এফ এ কাপে নামবে ম্যানসিটি-টটেনহ্যাম, আলাদা ম্যাচে। পঞ্চম রাউন্ডে রাত সোয়া একটায় অখ্যাত পিটারবরোর মাঠে খেলতে যাবে ইপিএলের লিগ লিডার ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত ফর্মে পেপ গার্দিওয়ালার দল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে।

সিটিজেনরা মাঠে নামার পনেরো মিনিট পর, অর্থ্যাৎ রাত দেড়টায় ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের প্রতিপক্ষ স্টোক সিটি। অন্য ম্যাচে দুটো বাজার পাঁচ মিনিট আগে রিভাসাইড স্টেডিয়ামে হ্যারি কেইনের টটেনহ্যামের মুখোমুখি হবে মিডলসব্রো। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে টার্ফ খেলবে বার্নলি এবং লিস্টার সিটি। টেবিলে লিস্টারের অবস্থান তেরোতে, আর বার্নলি আছে আঠারোতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img