চতুর্থ দিন শেষে ড্রেসিংরুমে যখন ফিরছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা তখন অধিনায়ক মুমিনুলকে পিঠ চাপড়ে দেয়ার ছবি বলে দেয় বেশ খানিকটা নির্ভার হেড কোচ রাসেল ডমিঙ্গো। যে কোন কোচই চাইবেন এমন অধিনায়কত্ব। যিনি কিনা সামনে থেকে দলকে নেতৃত্ব দিবেন। চট্টগ্রামের সেঞ্চুরি মুমিনুলকে উঠিয়েছে অনন্য উচ্চতায়। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি। অর্থাৎ সবশেষ ফেব্রুয়ারিতেও পেয়েছিলেন জিম্বাবুয়ে বিপক্ষে শতক। তাইতো কোচও বেশ উচ্ছসিত অধিনায়কের এমন পারফর্ম্যান্সে। দিন শেষে পোস্ট ম্যাচে তিনি জানান-“ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, দারুণ ব্যাপার। জিম্বাবুয়ের বিপক্ষের শতকের পরের ম্যাচেই সেঞ্চুরি। এই ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছে মুমিনুল এবং বাংলাদেশ। মুমিনুলের পারফর্ম্যান্সে আমি মুগ্ধ”।
ডমিঙ্গো কথা বলেন টেস্টে বাংলাদেশের পথচলা নিয়ে-“টেস্টে আমরা দিন দিন উন্নতি করছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। দেখুন টেস্টে ভালো করতে হলে আরো বেশি ম্যাচ খেলতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশপ হচ্ছে, ১৬ থেকে ১৭ ম্যাচ খেলেছে অনেক দেশ কিন্তু বাংলাদেশ মাত্র ৩টা ম্যাচ খেলেছে। টেস্টে ভালো করতে হলে বছরে ৩-৪টা টেস্ট খেললে হবেনা। আরো ম্যাচ খেললেই ধারাবহিক উন্নতি সম্ভব আমি মনে করি”।