১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মুলারের রেকর্ডের রাতে জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

- Advertisement -

বুন্দেসলিগাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা বায়ার্ন মিউনিখের ট্রফি কেসে আবার লিগ শিরোপা। এই নিয়ে শেষ দশ বছরের সবগুলো, মানে দশটাই জিতলো বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০১১-২২ মৌসুমের ট্রফি ঘরে তুলেছে বাভারিয়ানরা।

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

লা লিগায় “এল ক্লাসিকো”, ইংল্যান্ডে “ক্ল্যাশ অব দ্য রেডস” আর জার্মানিতে “ডার ক্লাসিকো”; বায়ার্ন-বরুশিয়া। যদিও গেল এক দশকে ডার ক্লাসিকোর সেই ধার বা উত্তেজনা আগের মতো নেই। সেই ধারাই বজায় থেকেছে শনিবার রাতে। বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ড্র করলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণে খেলতে নেমে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন, নিশ্চিত করেছে ৩২তম লিগ শিরোপা।

এই জয়ে ১১টি বুন্দেসলিগা জিতে অনন্য এক রেকর্ড গড়েছে জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। বলেছেন, “রেকর্ড গড়ার সুযোগটা ছিলো এবং আমরা এই সুযোগ কাজে লাগাতে চেয়েছি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ যাওয়ায় এমনিতেই দলের মধ্যে কিছুটা হতাশা ছিলো তবে এখন সবকিছু ঠিক আছে। দারুণ লাগছে।”

 

ম্যাচের ১৫ মিনিটেই বক্সের বাইরে থেকে দারুন এক ভলিতে বাভারিয়ারদের এগিয়ে দেন সার্জ গ্যানাব্রি। প্রধমার্ধেই নিজের ৩৩তম লিগ গোলে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডফস্কি। বিরতির পর পেনাল্টি থেকে এক গোল শোধ করেন বরুশিয়ার জার্মান মিডফিল্ডার এমেরে চান। ম্যাচ শেষ হবার সাত মিনিট আগে বায়ার্নের তৃতীয় গোলটি করেন জামাল মুসিয়ালা। তিন একে জিতে, ৩ পয়েন্টে পেয়ে, তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে বায়ার্ন মিউনিখের শিরোপা।

 

আলিয়াঞ্জ অ্যারেনায় বরুশিয়ার বিপক্ষে টানা অষ্টম ম্যাচে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। বুন্দেসলিগায় কোন এক প্রতিপক্ষের বিপক্ষে হোম ম্যাচে, এর চেয়ে বেশি টানা ম্যাচে গোল করার রেকর্ড আর কারো নেই। খেলা শেষে লেভানডফস্কি জানিয়েছেন, “চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় গেল কদিন ধরেই ক্লাবের পরিবেশটা ছিলো একটু গুমোট। এই ট্রফি সেই গুমোট ভাব অনেকটাই কাটিয়ে দেবে”

রবার্ট লেভানডফস্কি ছবি: টুইটার

ক্লাবের অবস্থা হয়তো পরিবর্তন হবে কিন্তু লেভানডফস্কি বায়ার্নে থাকছেন তো!! ২০২৩ সালেই শেষ হচ্ছে লেভা-বায়ার্ন চুক্তির মেয়াদ। নতুন চুক্তি নিয়ে এখনো কোন সুখবর পাননি বায়ার্ন মিউনিখ সমর্থকরা। উল্টো আলোচনা আছে, আগামী মৌসুমেই বায়ার্ন ছাড়ছেন পোলিশ স্ট্রাইকরা!!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img