২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

মুশফিকের অনুপস্থিতিতে দলের বাকিদের প্রতি আস্থা রেখেছেন তামিম

- Advertisement -

দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ব্যাক্তিগত কারনে থাকছেন না ওয়ানডে সিরিজে। প্রস্তুতি ম্যাচে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তিনিও ছিটকে যেতে পারেন দল থেকে। তবে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এগুলো নিয়ে চিন্তিত নন। জানিয়েছেন পরিস্থিতিকে সম্মান করতে হবে।

 

“ জিম্বাবুয়ের কন্ডিশনে পুর্ন শক্তির দল নিয়ে খেলতে না পারার কমতি একটা আছে। তবে আমাদের পরিস্থিতিকে সম্মান করতে হবে, কারন সেগুলো আমাদের হাতে নেই। তাই ১৫-১৬ জনের স্কোয়াড দেওয়া হয়, যাতে কেউ খেলতে না পারলে বিকল্প খেলোয়াড় খেলানোর সুযোগ থাকে।”

মুস্তাফিজের ইনজুরি আপাতত ফিফটি-ফিফটি অবস্থায় আছে, জানিয়েছেন তামিম। মুস্তাফিজের ইনজুরির পাশাপাশি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম নিজের ইনজুরি নিয়েও কথা বলেছেন।

“ আমার ইনজুরিটা সময় সাপেক্ষ। সেরে উঠতে সময় লাগবে। আপাতত ম্যানেজ করে রিস্ক ফ্রি থেকে খেলার চেষ্টা করছি, ম্যানেজ করে সিরিজটা পার করার চেষ্টা চালাচ্ছি। মুস্তা ফিফটি-ফিফটি কন্ডিশনে আছে।”

একে তো সেরা খেলোয়াড়দের পাচ্ছেন না, তার উপর জিম্বাবুয়ের কন্ডিশন ভয় দেখাচ্ছে বাংলাদেশকে। সকালের প্রথম ঘন্টা চ্যালেঞ্জের হতে পারে বলে জানিয়েছেন তামিম। বোলারদের জন্য অনেক সুযোগ দেখছেন ওয়ানডে ক্যাপ্টেন। তবে ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় কোনো পরীক্ষা-নিরিক্ষার পক্ষেও নন তামিম ইকবাল। তামিম কথা বলেছেন নুরুল হাসান সোহানের দলে অন্তুর্ভুক্তি নিয়েও।

“যেহেতু এটা শুধুমাত্র কোনো ওয়ানডে নয়, এটা ওয়ানডে সুপার লিগের অংশ- তাই আমরা সম্ভাব্য সেরা একাদশটাই খেলাব। ঘরোয়া ক্রিকেটে শেষ চার পাঁচ টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছে সোহান। তাই তাকে দলে নেওয়া হয়েছে। একাদশে জায়গা পাবে কিনা এখনই বলতে পারব না, তবে এটা বলতে পারি তিনি একাদশে থাকার দৌড়ে আছেন।”
- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img