রাওয়ালপিন্ডি টেস্টে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে লিটন দাশ ফিরলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এ ব্যাটারের এটি ১১তম সেঞ্চুরি। পাকিস্তানের মাটিতে ডানহাতি এ ব্যাটারের প্রথম শতক।
লিটন আউট হওয়ার পর উইকেটে আসা মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি গড়েন মুশফিক। দুজনেই খেলেছেন রয়েসয়ে। পাকিস্তানি বোলারদের কোনো সুযোগই দেননি তারা। শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন মুশফিক ও মিরাজ। এর আগে ৫৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন লিটন।
২০০ বলে টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক পূর্ণ করেন মুশফিক। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন মিরাজ। সালমান আলী আগাদের সুযোগ দেননি তারা। পাকিস্তানি বোলারদের বাজে বলের অপেক্ষা করেছেন তিনি। আর সেটি পেলেই মেরেছেন বাউন্ডারি।
অন্যদিকে সেঞ্চুরি করার পরও আক্রমণাত্মক হননি মুশফিক। বরং দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশকে দেখাচ্ছেন বড় লিড নেওয়ার স্বপ্ন। ইতিমধ্যে মিরাজকে নিয়ে ১০০* রানের জুটি গড়েছেন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩৩ রান। মুশফিক অপরাজিত আছেন ১৩০ রানে, মিরাজের সংগ্রহ ৩১ রান।