শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগেরদিন গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাসান মাহমুদ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবেন হাসান। ভারতের আতিথেয়তা এই পেসার বেশ উপভোগ করছেন। কথা বলেছেন দলের প্রস্তুতি নিয়েও। উঠে এসেছে তামিম ইকবাল প্রসঙ্গও।
“এটা আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ। খুব ভালো লাগছে। তামিম ভাই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার। তার না থাকা আমাদের জন্য কিছুটা চিন্তার কারণ হলেও আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করবো”- বলেছেন হাসান
আইপিএলের সুবাদে ভারতে মুস্তাফিজুর রহমান বেশ পরিচিত নাম। দ্য ফিজের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলেও মনে করছেন হাসান।
“তার অনেক অভিজ্ঞতা, অনেকবার আইপিএল খেলেছেন! উনার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে”
বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচই বাংলাদেশ খেলবে গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ধর্মশালায় আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা!