৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

‘মুস্তাফিজ অনেকটা মুরালির মতো’

- Advertisement -

চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়াতেই মুস্তাফিজুর রহমান যেন ‘জাদুর কাঠি’ হাতে পেয়েছেন। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অসাধারণ বোলিং করে মুস্তাফিজ নজর কেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কমেন্টেটর সাইমন ডুলের। মুস্তার স্লোয়ারে মুগ্ধ সাবেক এই কিউই পেসার, এমনকি মিল খুঁজে পেয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণের সাথেও।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর আইপিএল শোতে সাইমন জানিয়েছেন, স্লোয়ার বল করার সময় টাইগার পেসারের কবজির অবস্থান, স্পিন করা-সবকিছুই যতটা অবিশ্বাস্য, তততাই কঠিন।

“মুস্তাফিজের কবজির অবস্থান অবিশ্বাস্য। এ কারণে তাঁর বল লুপ এবং স্পিন করে। এভাবে বল করা কঠিন। সে অনেকটা মুরালির মতো। কবজির অবস্থান, স্পিন সবকিছু মিলিয়ে তাঁর করা স্লোয়ার বলগুলো পড়া অসম্ভব। মুস্তাফিজকে খেলা টপ অর্ডার ব্যাটারের জন্যও খুবই কঠিন”-বলছিলেন ডুল

স্লোয়ারে ব্যাটারদের ঘায়েল করা মুস্তাফিজ এবারের আইপিএলে সবচেয়ে বেশি বাজিমাত করেছেন ডেথ ওভারের বোলিংয়ে। এখন পর্যন্ত চার ইনিংসে বল করে সবচেয়ে বেশি তেইশটা বলই ডট দিয়েছেন চেন্নাইয়ের মুস্তাফিজ। এ তালিকায় মুস্তাফিজের পরেই আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের নাভীন উল হক, চার ইনিংসে ডেথ ওভারে তিনি ডট বল করেছেন ১৫টি। এই তালিকার তিন নম্বরে আছেন মুস্তাফিজের সতীর্থ তুষার দেশপান্ডে, ডট দিয়েছেন ১২টি বল।

সর্বোচ্চ ডট বলের মতো ডেথ ওভারে সর্বোচ্চ উইকেটের মালিকও এখন মুস্তাফিজুর রহমান, যদিও এককভাবে নয়। মুস্তাফিজের সমান চারটি করে উইকেট আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জেরাল্ড কোয়েৎজা এবং গুজরাট টাইটান্সের মোহিত শর্মার।

 

 

 

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img