৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

মুস্তাফিজ যেভাবে ‘ফিজ’ হয়ে উঠলেন…

- Advertisement -

২০১৫ সালের ২৪ এপ্রিল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেকের দিনেই পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। দুই মাস বাদেই মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা! বিশ্ব ক্রিকেটে এভাবেই চমক দিয়ে ৯ বছর আগে বাংলাদেশ জাতীয় দলে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। বল হাতে কাটারে দারুণ দক্ষতা দেখিয়ে ‘দ্য কাটার মাস্টার’ উপাধিও পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই। কিন্তু ‘ফিজ’ নামকরণের পেছনে কারণ কী? বিসিবির এক ভিডিওবার্তায় অবশেষে সেই রহস্য ফাঁস করেছেন মুস্তাফিজ।

“আমাদের যেই বোর্ডটা আছে ফিল্ডিং সেশন, বোলিং সেশন, ওই বোর্ডে যদি আমার নাম লেখে অনেকটা বড় হয়ে যায়; এই জন্য লেখা ফিজ দিয়ে। প্রথমে আমি বুঝিনি এটা কে! পরে বলেছে, এইটা তুমি। এরপর ২০১৬ সালে আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম, ওখানেও দ্য ফিজ জনপ্রিয় হয়ে গেছে। তারপর থেকেই ফিজ”-বলছিলেন মুস্তাফিজ 

শুধু ‘ফিজ’ নামকরণের রহস্য নিয়েই নয়, টাইগার পেসার কথা বলেছেন নিজের প্রিয় ফরম্যাট, দলের প্রতি নিজের দায়বদ্ধতা নিয়েও। ‘ফিজের’ কাছে তাঁর প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি; কারণ হিসেবে জানান, “দেশের হয়ে খেলাটা বড় ব্যাপার। আমি সবসময় দেশের হয়ে খেলটা উপভোগ করি। আমি টি-টোয়েন্টি খুব উপভোগ করি। এই ফরম্যাটটা একটার প্রেশার, তাই ভালো লাগে আমার। প্রেশারটাও খুব উপভোগ করি।” 

জাতীয় দলে নয় বছরের অভিজ্ঞতার সাথে আইপিএলে খেলা মুস্তাফিজকে রেখেছে দলের বাকি পেসারদের থেকে অনেক বেশি এগিয়ে। দলের সিনিয়র হিসেবে মুস্তাফিজুর রহমান নিজেও চান পেস ইউনিটের বাকি সদস্যদের সাহায্য করতে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের যেই বোলাররা আছে-তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। যদি আমাদের আর কোনো উন্নতি হয়।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img