২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

মূল লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী টাইগাররা

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও রানের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল হাসান জয়। বল হাতেও বেশ ভালো করেছেন তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহী। তাই ১ তারিখে মাঠে নামার আগে টাইগাররা বেশ ফুরফুরে আছে বলেই জানিয়েছেন দলের অপেরাশন্স ম্যানেজার নাফিস ইকবাল। প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্স বেশ আশা জাগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

“এখানকার আবহাওয়া পুরোপুরি আলাদা। তাছাড়া, নিউজিল্যান্ড অনেক ভালো দল। সুতরাং, এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে, আমাদের খেলোয়াড়দের দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আশা করি ভালো খেলতে পারবো”-বলছিলেন নাফিস  

দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার বেশ আক্ষেপ করেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে তা হতো টাইগারদের জন্য মঙ্গলজনক। তবে দলের সাথে থাকা নাফিস ইকবাল  জানিয়েছেন একটি প্রস্তুতি ম্যাচ খেলেও টিম ম্যানেজমেন্ট তাতেই বেশ সন্তুষ্ট, “২২-২৩ তারিখে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিলো। যেহেতু, ২১ তারিখেই আমরা প্রথমবার ট্রেনিং করার সুযোগ পেয়েছি তাই সেটা আয়োজন করা সম্ভব হয়নি। তবে একমাত্র প্রস্তুতি ম্যাচে দলের বেশ কয়েকজন ক্রিকেটার ক্যামিও খেলেছে। মোটামুটি সবাই ক্রিজে নামার সুযোগ পেয়েছে। সবমিলে দলের প্রস্তুতি নিয়ে আমাদের ম্যানেজমেন্ট সন্তুষ্ট।”  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img