সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে সম্পন্ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র, যেখানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ গত আসরে ফাইনাল খেলা পিএসজি। এই দুই বড় ক্লাবের যতটা রোমাঞ্চ ছড়াবে দর্শকদের মনে, তার চেয়ে বেশী দুই ক্লাবের দুই তারকা মেসি-নেইমারের মুখোমুখি লড়াই।
নেইমার এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল গেল ম্যাচে। লিঁওর বিপক্ষে চোট পেয়ে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড যেভাবে মাঠ ছেড়েছিলেন তাতে মনে হয়েছিল অন্তত ৬ মাসের জন্য নেইমারকে হারাতে যাচ্ছে পিএসজি। তাই আগামী ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে বা ১০ মার্চ পার্ক দে প্রিন্সেস, নেইমারকে ছাড়াই বার্সেলোনার বিপক্ষে খেলতে হবে এমন চিন্তাই ছিল পিএসজি সমর্থকদের।
তবে না, প্রাথমিক রিপোর্ট বলছে নেইমারের পায়ে কোনো চিড় ধরেনি। সেই হিসেবে নেইমারের মাঠে ফিরতে খুব বেশী সময় লাগার কথা নয়। পিএসজির জন্য ভালো খবর অবশ্যই। কারণ ক্লাবটার জন্য নেইমারের চোট এবং তাতে দীর্ঘ সময়ে জন্য মাঠের বাইরে থাকা নতুন কিছু নয়।
শেষবার মেসি-নেইমার মুখোমুখি হয়েছিল প্রায় ৯ বছর আগে, ক্লাব বিশ্বকাপে সান্তোস-বার্সেলোনা ম্যাচে।
রাউন্ড অব সিক্সটিন:
ম্যানচেস্টার সিটি-বরুশিয়া মনশেনগ্লাডবাখ
বায়ার্ন মিউনিখ-লাৎসিও
চেলসি-আতলেতিকো মাদ্রিদ
লিভারপুল-লাইপজিগ
ইউভেন্তুস-পোর্তো
পিএসজি-বার্সেলোনা
বরুশিয়া ডর্টমুন্ড-সেভিয়া
রিয়াল মাদ্রিদ-আতালান্তা