৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

মেসি-এমবাপ্পের জোড়া গোলে ব্রুজকে হারালো পিএসজি

- Advertisement -

এই দলের বিপক্ষেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছিলো লিওনেল মেসির। ঘরের মাঠে প্রবল বিক্রমে পিএসজিকে রুখে দিয়ে মেসির অভিষেকটা বিবর্ণ করে দিয়েছিলো ক্লাব ব্রুজ।

দ্বিতীয় লেগে তাই মেসি আর ছাড় দিলেননা। তাঁর ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে এবার নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ব্রুজকে -১ গোলে বিধ্বস্ত করলো পিএসজি। এরই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনে কোয়ালিফাই করেছে ফ্রেঞ্চ ক্লাবটি।

ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় নুনো মেন্ডেসের অ্যাসিস্টে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০তে এগিয়ে যায়  পিএসজি। প্রাথমিক ধাক্কাটা সামলে উঠবে কি? ৭ মিনিটের মাথায় আবারো গোল খেয়ে যায় ব্রুজ, ডি মারিয়ার অ্যাসিস্টে আবারো এমবাপ্পেই হন্তারক!

৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে নিজের ‘ট্রেডমার্ক’ স্টাইলে গোল করেন লিওনেল মেসি। ৩-০ লিড নিয়ে হাফ টাইমে যায় পিএসজি। মেসির গোলের অ্যাসিস্টটিও করেন কিলিয়ান এমবাপ্পে!

দ্বিতীয়ার্ধে ব্রুজ চেষ্টা করে ঘুরে দাঁড়াতে। ৬৮ মিনিটে ম্যাটস রিটজের গোলে একটু লড়াইয়ের আভাসও মেলে। তবে মিনিট দশেকের মধ্যেই সেই আভাস নিজেরাই মিলিয়ে দেয় ব্রুজ। বক্সের মধ্যে ফন ডার ব্রেম্পট লিওনেল মেসিকে ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। মেসি কি আর পেনাল্টি মিস করেন?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img