১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মেসি দেখলেন লাল কার্ড, ছোঁয়া হলোনা স্প্যানিশ সুপার কাপ!

- Advertisement -

ম্যাচের আগেও আলোচনায়, ম্যাচের পরেও শিরোনামে লিওনেল মেসি। এবার অবশ্য ম্যাচ জিতিয়ে নয়, আলোচনায় অন্য এক ফুটবলারকে আঘাত দিয়ে। বার্সেলোনার জার্সিতে প্রথম লাল কার্ড দেখলেন ক্লাবটির অধিনায়ক। বার্সার জার্সিতে ৭৫৩ ম্যাচ খেলে প্রথম লাল দাগ, প্রথম লাল কার্ড। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মূহুর্তে মেজাজ হারিয়ে বিলবাওয়ের আসিয়েরকে অযথা আঘাত করেন। পরে ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান রেফারি।

ক্লাব ইতিহাসে মেসির প্রথম লাল কার্ড দেখার দিনে বার্সেলোনাও চ্যাম্পিয়ন হতে পারেনি স্প্যানিশ সুপার কোপাতে। ফাইনালে ৩-২ গোলে বার্সাকে হারিয়ে  শিরোপা উল্লাস করেছে আথলেতিক বিলবাও। অথচ ম্যাচের শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার পথেই ছিল বার্সেলোনা। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগেও শিরোপায় এক হাত দিয়ে রেখেছিল বার্সেলোনা। গ্রিজম্যানের জোড়া গোলে তখন পর্যন্ত মেসিরা এগিয়ে ছিলো ২-১ ব্যবধানে।

কিন্তু ৯০ মিনটে আসিয়ের গোল করে ম্যাচটাকে নিয়ে যান অতিরিক্ত সময়ে। তখন থেকেই শিরোপা থেকে দূরে সরতে থাকে বার্সেলোনা। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই ব্যবধান গড়ে দেন ইনাকি। হারার শংকায় থাকা বিলবাও এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। ফাইনাল ম্যাচকে টাইব্রেকারে নিতে চেষ্টার কমতি রাখেননি মেসি-গ্রিজম্যানরা। উল্টো শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগেই মেজাজ হারান লিওনেল মেসি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শিরোপা হারানোর পাশাপাশি মেসিকেও হয়তো কয়েক ম্যাচ হারালেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। আর চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখায় আথলেতিক বিলবাও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img