আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই বন্ধুই করেছেন গোল, তারপরও ন্যাশভিলের বিপক্ষে জিততে পারেনি ইন্টার মিয়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মেসিবাহিনী।
ন্যাশভিলের ঘরের মাঠ জিইওডিআইসে স্টেডিয়ামে শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলে মিয়ামি। অন্যদিকে চেনা সমর্থকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। যার ফল পেতে দেরি করতে হয়নি তাদের, ম্যাচের ৪ মিনিটের মাথায় লিড নেয় ন্যাশভিল। স্বাগতিকদের হয়ে গোল করেন জ্যাকব শ্যাফলবার্গ।
পিছিয়ে পরার পর, সমতা ফেরাতে একের পর এক আক্রমণে যায় মিয়ামি। কিন্তু ন্যাশভিলের অ্যাটাকিং থার্ডে গিয়ে সব আক্রমণগুলো পরাস্ত হচ্ছিলো। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মেসি-সুয়ারেজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পিছিয়ে পরে মিয়ামি। খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে মিয়ামি। আবারও ন্যাশভিলের হয়ে লক্ষ্যভেদ করেন জ্যাকব শ্যাফলবার্গ। ৬ মিনিট পরেই ব্যবধান কমান মেসি। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে মিয়ামি। কিন্তু কাঙ্খিত গোলটি পাওয়া হচ্ছিল না তাদের।
খেলার শেষ মুহুর্ত পর্যন্ত মনে হচ্ছিল, ন্যাশভিলের মাঠ থেকে হার নিয়ে ফিরতে যাচ্ছে মেসিরা। তবে সুয়ারেজ ভেবে রেখেছিলেন অন্যকিছু। যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় মিয়ামিকে সমতায় ফেরান উরুগুয়ের এ ফরোয়ার্ড। তাতেই স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।