১৪ মার্চ ২০২৫, শুক্রবার

মোসাদ্দেকের বিরুদ্ধে ফিক্সিংয়ের কোনো অভিযোগই পায়নি বিসিবি

- Advertisement -

আফগানিস্তানের সাথে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে রাখা নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি। এরপর থেকেই গণমাধ্যমে সৈকতকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ইতোমধ্যে প্রথম শ্রেণীর এক গণমাধ্যম দাবীও করে বসেছে, মোসাদ্দেকের বিরুদ্ধে নাকি রয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাঁদের কাছে এমন কোনো তথ্যই নেই। বরং গণমাধ্যমের এমন কীর্তিকলাপে দেশের ক্রিকেটই ক্ষতিগ্রস্থ হচ্ছে।

“তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে কিংবা এ ব্যাপারে কিছু তো জানতে হবে। আমাদের কাছে এমন কোনো তথ‍্য নেই। আমাদের সমস‍্যা হচ্ছে, আমরা নিজেরাই আমাদের বদনাম করি”-বলছিলেন পাপন

জাতীয় দলের বিবেচনায় না থাকা, বিপিএলের মাঝপথে সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব থেকে সরে আসা; এরও আগে আবু ধাবি টি-টেন ও ইন্ডিপেন্ডেন্ট কাপে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তোলা হয় মোসাদ্দেকের বিরুদ্ধে। তবে, আইসিসির তরফ থেকে কোনো ধরণের অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করে পাপন জানান, “এটা দেখার জন‍্য আমাদের দুর্নীতি বিরোধী ইউনিট-আকসু আছে, আইসিসিরও আকসু আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img