আইপিলের গেল আসরে আহামরি কিছু করতে পারেননি, তাই তার দল কিংস এলিভেন পাঞ্জাবও তাকে ছেড়ে দিয়েছিল। আইপিএলের চতুর্দশ আসরে এসে সেই ম্যাক্সওয়েলের দাম সোয়া ১৪ কোটি টাকা, তার নতুন ঠিকানা রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
কিছু জিনিস আপনি ভাবতে পারবেন না, অংকও মিলবে না মাঝেমধ্যে। তবে বাস্তবতা এসব অংক পরিসংখ্যানের হিসেব কষে না। আইপিএলের ত্রয়োদশ আসর বাদ দিলে বাকি আসরগুলোতে অবশ্য সফল ছিলেন ম্যাক্সওয়েল, দেড়শোর বেশী স্ট্রাইক রেট, বল হাতেও কার্যকর; এমন ক্রিকেটারকে যে কোনো দলই চাইবে। নিলামে ম্যাক্সওয়েলকে টাকার অংকে টপকে গেছেন সাউথ আফ্রিকান অল-রাউন্ডার ক্রিস মরিস, তার দাম উঠেছে ১৬ কোটি ২৫ লাখ টাকা যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।