৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ম্যাচটাই কি ছেড়ে দিলেন হ্যাজলউড!

- Advertisement -

কেইন উইলিয়ামসনের ৮৫ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭২ রান। অথচ, ২১ রানেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন কিউই অধিনায়ক! মিচেল স্টার্কের বলে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন উইলিয়ামসন। সেই ক্যাচটাতো ধরতেই পারেননি জস হ্যাজলউড, উল্টো করে দিয়েছেন বাউন্ডারি!

এগারতম ওভারের খেলা চলছে তখন, স্টার্কের চতুর্থ বলটাতে অফস্ট্যাম্পের উপরে উঠে ফাইন লেগে মারার চেষ্টা উইলিয়ামসনের। বাউন্ডারির সামনে দাড়ানো হ্যাজলউডের হাত উচিয়ে ক্যাচটা লুফে নেয়ার চেষ্টা, কিন্তু পারেননি অজি পেসার। হাতে লেগে বলটা হয়েছে চার, এরপরের দুইটি বলেও কিউই অধিনায়কের ব্যাট থেকে এসেছে দুইটি বাউন্ডারি।

হতাশ স্টার্ক

২১ বলে ২১ রানে জীবন পাওয়া কেইন উইলিয়ামসন এরপরে খেলেছেন ৪৮ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস। কিউই অধিনায়ককে লং অফে ক্যাচে পরিণত করে ফিরিয়েছেন ঐ হ্যাজলউডই, কিন্তু ততোক্ষণে দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন উইলিয়ামসন। ২ বাউন্ডারিতে ২১ রানে জীবন পাওয়ার পর উইলিয়ামসন ২৭ বলে করেছেন ৬৪ রান; হাঁকিয়েছেন আরও ৮টি চার, ৩টি ছক্কা। অজি পেসার অবশ্য বল হাতে ছড়িয়েছেন আলো; চার ওভারে দিয়েছেন মাত্র ১৬ রান, তুলে নিয়েছেন ৩টি উইকেট।

জীবন পেয়ে ২৭ বলে করেছেন ৬৪ রান

সেমিফাইনালে হাসান আলীর একটা ক্যাচ মিসেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান। ক্যাচটা হাসান লুফে নিতে পারলে গল্পটা হতে পারতো অন্যরকম। ফাইনালে এসে হ্যাজলউডের ক্যাচ মিস, অস্ট্রেলিয়াকে ভুগতে হয়েছে কতটা সেটা তো নিউজিল্যান্ডের স্কোরবোর্ডই বলে দেয়। ম্যাচটাই না যায় হাত থেকে ছুটে!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img