২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ম্যাচ চলাকালীন বিস্ফোরণে ঝরে গেলো ১৯ তাজা প্রাণ

- Advertisement -

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছে ১৯ জন। শুক্রবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শাপাগিজা ক্রিকেট লিগ নামক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাঠের লড়াইয়ের ব্যস্ত ছিলো পামির জালমি এবং ব্যান্ড-ই-আমির ড্রাগনস।

তবে এমন ঘটনার পর সাময়িক বিরতি দিয়ে আবারো মাঠে গড়ায় সেই ম্যাচ। প্রথমে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সময়ের সাথে সাথে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। যেটা এখন ১৯। সম্ভাবনা আছে আরো বাড়ার।

এই বিষয়ে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘‘একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর কিছুক্ষণের জন্য ম্যাচ থেমে গেল। এলাকাটি পরিষ্কার করার পর ম্যাচটি আবার শুরু হয়।’’

খেলোয়াড এবং টিম স্টাফরা সবার নিরাপত্তা নিশ্চিতের ইস্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান টুইট করেন, ‘বিস্ফোরণে চারজন দর্শক আহত হয়েছেন। খেলোয়াড়, স্টাফ সদস্য এবং বিদেশিরা সবাই নিরাপদে আছেন।’’

বিস্ফোরণের সময় মাঠে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রামিজ আলাকবারভ। নিন্দা প্রকাশ করেছেন এই ঘটনায়। ‘‘আজকের বিস্ফোরণটি আফগানিস্তানের জনগণ যে ভয়ঙ্কর এবং আকস্মিক সহিংসতার সম্মুখীন হচ্ছে, তা আরেকবার প্রকাশিত হল।’’

শুক্রবার বিস্ফোরণ হলেও শনিবার একই ভেন্যুতে এই টুর্নামেন্টের আরো একটি ম্যাচ মাঠে গড়িয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img