১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ম্যাচ ফিক্সিয়ের দায়ে নিষিদ্ধ আরব আমিরাতের সফলতম দুই ক্রিকেটার

- Advertisement -

একজন সংযুক্ত আরব আমিরাতের সফলতম ব্যাটসম্যান, অন্যজন সফলতম বোলার। চাঁদেরও নাকি কলঙ্ক থাকে, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটের দুই কিংবদন্তি মোহাম্মদ নাভিদ ও শাইমান আনোয়ারের কলঙ্ক চাঁদের মতো তর্কসাপেক্ষ না। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে এই দুই ক্রিকেটারকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

গেল বছরের অক্টোবরের ১৬ তারিখে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল নাভিদ ও শাইমানকে। মঙ্গলবার এলো চুড়ান্ত সিদ্ধান্ত। ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির নীতিমালা ভঙ্গের দায়ে অভিযুক্ত হন এই দুই ক্রিকেটার। গত জানুয়ারীতে স্বাধীন দূর্নীতি দমন ট্রাইবুন্যাল শুনানির পর তাদের দোষী সাব্যস্ত করে।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই না, ২০১৯ টি-১০ লিগেও এই দুই ক্রিকেটারের বিপক্ষে আছে ম্যাচ পাতানোর অভিযোগ। নিষিদ্ধ হওয়ার সময় আরব আমিরাতের অধিনায়ক ছিলেন নাভিদ। সময় কত দ্রুতই বদলে যায়। নায়ক থেকে মুহূর্তেই মানুষ বনে যায় খলনায়ক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img