২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার

‘ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র লিভারপুলের কাছে হারের সমান’

- Advertisement -

গতকাল (রবিবার) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। তাতে করেই পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে অলরেডদের। যা একেবারেই মেনে নিতে পারছেন না দলটির ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ডাচ এ ফুটবলারের কাছে ম্যানইউয়ের সাথে ড্র, হারের সমান মনে হচ্ছে।

ম্যাচশেষে ফন ডাইক বলেছেন, “এটা (২–২ গোলের ড্র) হারের মতো। আবারও আমরা ভুল করেছি। আমরা অনেক সুযোগ পেয়েছি। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের ম্যাচটি শেষ করে আসা উচিত ছিল”

ফন ডাইকের সাথে দ্বিমত করার সুযোগ নাই। কেননা ব্রুনো ফার্নান্দেজদের হারাতে পারলেই বর্তমানে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকত ইয়ুর্গেন ক্লপের দল। আর্সেনাল ও লিভারপুলের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।

শিরোপা রেসে পিছিয়ে পড়লেও সবাইকে শান্ত থাকতে বলেছেন এই মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়তে যাওয়া ক্লপ। তিনি বলেছেন, “আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি। আমি কি ১০ পয়েন্টের পার্থক্য আশা করব? সেটা অবশ্যই করতে পারি। কিন্তু যা পেয়েছি, সেটা মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img