২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ম্যান সিটি নয় চেলসিই বিশ্বসেরা: গার্দিওলা

- Advertisement -

বর্তমান সময়ের সেরা ফুটবল ক্লাব কোনটি? এই প্রশ্নটা কম বেশি সব ফুটবলার–ম্যানেজারদের মোকাবেলা করতে হয়। ব্যতিক্রম নন পেপ গার্দিওলাও। এবার এই প্রশ্নের আবারো মুখোমুখি ইংলিশ প্রিমিয়ার লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির এই কোচ। স্বাভাবিকভাবেই সব কোচই তাঁর দলকে সেরাদের সেরা দাবি করে থাকেন। তবে এবার একটু ব্যতিক্রম এই স্প্যানিশ কোচ। তাঁর মতে ম্যানচেস্টার সিটি নয় বরং চেলসিই বর্তমান সময়ে বিশ্বসেরা ক্লাব।

 “না, আমরা বিশ্বসেরা দল নই। বর্তমান সময়ে বিশ্বসেরা দল হলো চেলসি। তারা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন”-বলছিলেন গার্দিওলা 

ইপিএলের পয়েন্ট টেবিলের টেবিল টপার এখন ম্যানচেস্টার সিটি। ৬০ পয়েন্ট নিয়ে তারা ধরে রেখেছে শীর্ষস্থান। তবুও এতেই নির্ভার থাকতে চান না এই কোচ। তাঁর মতে, “কে সেরা, আমি এসবকে পাত্তা দেইনা। প্রিমিয়ার লিগে সব দলই কঠিন প্রতিপক্ষ। সবদিনই আমরা সেরা খেলাটাই খেলতে চাই এবং দিনশেষে ম্যাচের ফলাফলই গুরুত্বপূর্ণ।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img