৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার ভোরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, হস্টনের জর্জ বুস বিমানবন্দরে অবতরণ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার দিবাগত রাত ১:৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব আল হাসান-লিটন কুমার দাশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ মে ,২৩ এবং ২৫ মে তাদের বিপক্ষে মাঠে নামবে টাইগারররা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষেই তাদের বিপক্ষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ মে ম্যাচটি হওয়ার কথা রয়েছে। ডালাসের গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ১ জুন ভারতের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স।

বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে। যেখানে তাদের সঙ্গী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি খুব একটা নেই। প্রতিটি আসরেই হতাশা সঙ্গী হয়েছে টাইগারদের। তবে এবার ভাল কিছু করার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ।

এখন দেখার বিষয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভাল করতে পারে কিনা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img