১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

- Advertisement -

ড. ইউনূসের ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। গতকাল রাতে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার আগে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করান তিনি।

বৈষ্যম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলন চলকালীন লাইভে এসে এবং সরাসরি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি। গুছিয়ে বক্তব্য দেওয়ার কারণে ছাত্রদের কাছে ব্যাপক সমর্থন পান আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img