৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

যেকোনো মুহুর্তেই ঘোষণা করা হবে পাকিস্তানের নতুন স্কোয়াড

- Advertisement -

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুক্রবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে পাকিস্তান ক্রিকেট দল। তাই, ধারণা করা হচ্ছে বায়োবাবলে প্রবেশের পূর্বেই চুড়ান্ত স্কোয়াডে পরিবর্তন এনে নতুন করে স্কোয়াড ঘোষণা করবে পিসিবি। জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করার পর প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম স্কোয়াডে পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন সাকলাইন মুশতাক, অধিনায়ক বাবর আজম এবং শাদাব খানের সাথে।

নির্বাচকরা সাবেক অধিনায়ক শোয়েব মালিক, ফাস্ট বোলার শাহনাওয়াজ দাহানি, ফখর জামান এবং হায়দার আলীকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা করছেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বর্তমান স্কোয়াডে থাকা ১৫ জন

বিশ্বকাপের চুড়ান্ত স্কোয়াডে থাকা খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যদের লাহোরের এক হোটেলে করোনা পরীক্ষা করা হবে। এরপর একদিন আইসোলেসনে কাঁটানোর পর রবিবার জিম সেশনে ফিরবে বাবর আজমের দল। সোম এবং মঙ্গলবার লাহোর মাঠে অনুশীলন শেষে ১৪ তারিখ প্রস্তুতি ম্যাচ খেলবে মেন ইন গ্রিনরা। ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশত্যাগ করবে পাকিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img