১৪ মার্চ ২০২৫, শুক্রবার

যেখানে প্রথমবার স্বপ্ন ভেঙ্গেছিল, সেখানেই হলো শেষকৃত্য

- Advertisement -

৩৩ বছর আগের কথা। অনেক স্বপ্ন নিয়ে ‘সেন্ট কিল্ডা ফুটবল ক্লাব’-এ ফুটবল শিখতে এসেছিলেন ১৯ বছর বয়সী শেন ওয়ার্ন। কিন্তু বিধিবাম! ফুটবলে খুব একটা ভালো না হওয়ায় ক্লাব ছাড়তে বাধ্য হন ওয়ার্ন। যেখানে প্রথমবারের মতো হৃদয় ভেঙ্গেছিল তাঁর, সেখান থেকেই জানানো হলো শেষ বিদায়। রবিবার মেলবোর্নে পরিবার এবং কাছের বন্ধুসহ মোট ৮০ জন সদস্যের উপস্থিতিতে এই সাবেক অজি তারকার শেষকৃত্য আয়োজন করা হয়।

ফুটবলই ছিল ওয়ার্নের প্রথম ভালোবাসা

শেষকৃত্যে শেন ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে তাঁর বাবা কিথ ও মা ব্রিজিট, ভাই জেসন এবং সন্তান ব্রুক, জ্যাকসন ও সামার উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক স্ত্রী সিমোন ক্যালাহানও অনুষ্ঠানে অংশ নেন। ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থদের মধ্যে ছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মার্ভ হিউজ,ইয়ান হিলি, মাইকেল ক্লার্ক। এছাড়াও ছিলেন বিশ্বকাপজয়ী দলে ওয়ার্নের সতীর্থ মার্ক ওয়াহ এবং গ্লেন ম্যাকগ্রাসহ আরো অনেকেই। ওয়ার্নের সেই প্রিয় ফুটবল ক্লাবে আয়োজিত শেষকৃত্যে স্তুতি বাক্য পাঠ করেন তাঁরই বন্ধু ও টিভি ব্যক্তিত্ব এডি ম্যাকগ্যায়ার।

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানো হবে এই অজি কিংবদন্তিকে, যেখানে সাধারণ দর্শকের জন্য বিনামূল্যে ৫০ হাজার টিকিট রাখা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img