২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

যে কারণে নারী ভক্তদের সাথে ছবি তোলেন না রিজওয়ান

- Advertisement -

নিজের প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা হওয়া, তার অটোগ্রাফ নেয়া কিংবা তার সাথে ছবি তোলার সুযোগ পাওয়া যেকোনো ভক্ত-সমর্থকের জন্যই স্বপ্ন পূরণের মতো। খেলোয়াড়রাও সুযোগ পেলেই তাদের ভক্তদের সাথে ছবি তোলেন। কিন্তু, ছবি তোলার এই ব্যাপারে কিছুটা ব্যতিক্রম পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পুরুষ ভক্তদের সাথে ছবি তোলা হলেও নারী ভক্তদের সাথে ছবি তোলেন না রিজওয়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিজওয়ান জানিয়েছেন  নারী ভক্তদের সাথে ছবি না তোলার পেছনের গল্প, “প্রত্যেকেরই ব্যক্তিগত কিছু মতাদর্শ থাকে, আমারও আছে। আমি নারীদের ভীষণ শ্রদ্ধা করি। তাই, আমি কখনোই চাই না  মা এবং বোনদের বিব্রতকর কোনো মুহুর্তে পড়তে হোক।” সেইসাথে পাকিস্তান উইকেটকিপার নিশ্চিত করেছেন লজ্জার কোনো ব্যাপার নেই এখানে, “লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। মূলত, নিজের ব্যক্তিগত মতাদর্শের জন্যই নারী ভক্তদের সাথে ফ্রেম শেয়ার করি না।”

পুরো ২০২১ জুড়েই হেসেছে রিজওয়ানের ব্যাট

২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অভিষেক। কিন্তু, পাকিস্তানি এই উইকেটকিপার ভক্ত সমর্থকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন ২০২১ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, পুরো বছরে রানের বন্যা বইয়ে দেয়া কোনো কিছুই ভক্তদের অজানা নয়। অবশেষে নারীদের সাথে ছবি না তোলার কারণ জানিয়ে ভক্ত সমর্কদের মন আরও জয় করে নিলেন রিজওয়ান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img