২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

যে কারণে খেলছেন না তামিম-শরীফুল

- Advertisement -

কথা ছিল, দীর্ঘ ১১ মাস পর চোট কাটিয়ে ডারবান টেস্ট দিয়েই বাংলাদেশের টেস্ট দলে ফিরছেন তামিম ইকবাল। ওপেনিং করবেন মাহমুদুল হাসান জয়ের সাথে। অথচ, সবাইকে অবাক করে দিয়ে টসের সময় মুমিনুল হক জানালেন একাদশে থাকছেন না তামিম। সেইসাথে বাদ পড়েছেন দলের নিয়মিত পেসার শরীফুল ইসলামও। টসের পরে অবশ্য কারণটা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

“তামিম আজ সকালে ঘুম থেকে ওঠার পর পেটে প্রচণ্ড ব্যথায় ভুগছে। আমরা ওকে ওষুধ দিয়েছি। আমাদের চিকিৎসক তার সঙ্গে হোটেলে আছেন। তামিমকে আমরা স্টেডিয়ামে নিয়ে আসিনি। কারণ পেটে ব্যথা ও ডায়রিয়া হচ্ছে। আশা করা যায় কিছুক্ষণ পর এটা কমে আসবে। এ মুহূর্তে তাঁকে পাওয়া যাচ্ছে না”-এক ভিডিওবার্তায় বায়েজিদুল 

অপরদিকে, তিন ফরম্যাটেই টানা খেলে যাচ্ছেন শরীফুল ইসলাম। তবে, হালকা চোট থাকায় এই টেস্টে তাঁকে খেলিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে বায়েজিদুল বলেন, “শরীফুল বিভিন্ন সংস্করণে টানা খেলছে। ওর ছোটখাটো কিছু চোট আছে। অনুশীলনের পরপরই সে দুর্বলতা অনুভব করছে। আমরা ওকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না। ও যেন আরও ভালোভাবে ফিরতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত।” 

তামিম না থাকায় জয়ের সাথে ওপেনিংয়ে নামবেন সাদমান ইসলাম। সেইসাথে শরীফুলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img