টেস্ট ক্রিকেটে দুই যুগের পথ চলায় বাংলাদেশ ম্যাচ খেলেছে ১৪৩টি। যেখানে বেশিরভাগ সময় হারের গ্লানি নিয়েই মাঠ ছেড়েছে ক্রিকেটাররা। দুই যুগের পথচলায় এই ফরম্যাটে বাংলাদেশ ম্যাচ জিতেছে মোটে ২০টি। যার সবশেষটি গতকাল (রবিবার) পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই। সব মিলিয়ে প্রতিপক্ষের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম টেস্ট জয়।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রায় সবগুলোকেই হারাতে পারলেও জয় ছিল না পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে পাকিস্তানকে হারিয়ে সেই দুঃখ কিছুটা হলেও মুছেছে ক্রিকেটাররা। এখন বাকি রইল শুধু ভারত ও সাউথ আফ্রিকা।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম জয় পেতে ৫ বছর লেগেছে বাংলাদেশের। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় টাইগাররা। দুর্দান্ত বল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এনামুল হক জুনিয়র। তবে বল হাতে মোহাম্মদ রফিক ও ব্যাটিংয়ে হাবিবুল বাশার সুমন ও রাজিন সালেহর অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই।
বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জিততে লেগেছে প্রায় চার বছর। ২০০৯ সালে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হারায় টাইগাররা। যেটি বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। পরের ম্যাচেও ক্যারিবিয়ানদের হারিয়ে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। যদিও ক্রিকেট বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির অনেক ক্রিকেটারাই ঐ সিরিজে খেলেনি। বাংলাদেশের তখনকার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ইনজুরিতে পড়ায় টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ঐ সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন টাইগার অলরাউন্ডার।
২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পায় বাংলাদেশ। ঐ ম্যাচে দুর্দান্ত বল করে টাইগারদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন পেসার রবিউল ইসলাম। ব্যাট হাতে দারুণ পারফর্ম্যান্স করেছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নাসির হোসেন। একই বছরে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন টেস্ট জিতেছিল বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বড় দলকে হারায় ২০১৬ সালে। ঘরের মাটিতে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণির পাশাপাশি তামিম ইকবালের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারায় টাইগাররা। পরের বছর শততম টেস্টে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। ঠিক তার পরের টেস্টেই ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। টাইগারদের ২২ রানের জয়ে দারুণ ভূমিকা রাখেন সাকিব।
২০২২ সালে মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পায় ঐতিহাসিক জয়। ৮ উইকেটের সেই জয়টি নিউজিল্যান্ডের বিপক্ষে শুধুমাত্র প্রথম টেস্ট জয় নয়, যেকোনো ফরম্যাটের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতেও প্রথম জয় বাংলাদেশের। এরপর আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে বাকি রয়েছে শুধু ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে জয়।