সাফের শিরোপা নিয়ে যখন উৎসব চলছে তখন কম্বোডিয়াকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল জানান দিয়েছে নিজেদের কথা। বৃহস্পতিবার রাকিব হোসেনের একমাত্র গোলে স্বাগতিকদের ঘরের মাঠে ১-০ গোলের ব্যাবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায় বাংলাদেশ। মতিন মেয়ার দুর্দান্ত এসিস্ট আর রাকিবের কুল ফিনিশিংয়ে মাত্র ২৩ মিনিটের মাথায় এগিয়ে যায় বাংলাদেশ দল। রাকিবের দুর্দান্ত এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
বিরতির পর স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেললেও বাংলাদেশের রক্ষণ ও গোলকিপার আনিসুর রহমানের সতর্কতায় সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। বরং বাংলাদেশের সামনে ছিল লিড দ্বিগুণ করার সুযোগ। ৭৬ মিনিটে মতিন মেয়ার দূরপাল্লার শর্ট কম্বোডিয়ার ক্রসবারে লেগে ফেরত না আসলে আরেকটা গোলের দেখা পেতে পারতো বাংলাদেশ।
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের এটি তৃতীয় জয়। এই নিয়ে দলটির বিপক্ষে পাঁচবারের মুখোমুখিতে তিনবারই জয়ের হাসি হসেছে জামাল,জিকোরা।