দেশের এমন দুঃসময়ে জয়টা আফগানিস্তানের জন্য ভীষণ প্রয়োজন। সেই লক্ষ্যেই টসে জিতে ব্যাটিংয়ে মোহাম্মদ নবির দল। দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং মোহাম্মদ শেহজাদ প্রথম ওভারটা দেখেশুনে খেললেও পর বিপক্ষেরের ওভার থেকেই স্কটিশ বোলারদের ওপর শুরু করেছেন তান্ডব।
তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনটা খারাপ হয়নি শেহজাদের। পাওয়ারপ্লের শেষ ওভারটাতে প্যাভিলিয়নে ফেরার আগে দুই চার এবং এক ছয়ে করেছেন ১৫ বলে ২২ রান। প্রথম ছয় ওভারেই আফগানদের সংগ্রহ ১ উইকেটে ৫৫। দশ ওভার শেষে ২ উইকেটে ৮২; দশম ওভারের পঞ্চম বলটাতে তিন চার এবং তিন ছয়ে ৪৪ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন জাজাই।
Six overs
55 runs
One wicketA fiery Powerplay in Sharjah 🔥🔥🔥#AFGvSCO live 👉 https://t.co/TcmbkoZAij | #T20WorldCup pic.twitter.com/rz734X40ts
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 25, 2021
মোহাম্মদ নবি বলেছিলেন, এইমুহুর্তে তাদের দেশের মানুষদের মাঝে সুখ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা ক্রিকেট। তাই, জয়ের মাধ্যমে পুরো দল এনে দিতে চান দেশবাসীর মুখে হাসি। সেই লক্ষ্যেই এগিয়েছে আফগানিস্তান। জাজাই ফিরে যাওয়ার পরে ইনিংসটাকে এগিয়ে নেওয়ার কাজটা খুব ভাল করেই করেছেন দুই ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান-রহমতুল্লাহ গুরবাজ। দুজনের ব্যাট থেকে তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৮৭ রান। ব্যক্তিগত ৪৬ রানে রহমতুল্লাহ প্যাভিলিয়নে ফিরলেও, অর্ধশতক তুলে নিয়েছেন নাজিবুল্লাহ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেছেন ৫৯ রান।
🇦🇫 Afghanistan's first half-century fifty in:
Cricket World Cup 2019 – Najibullah Zadran
T20 World Cup 2021 – Najibullah ZadranReliable 🙌#T20WorldCup | Follow #AFGvSCO 👇
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 25, 2021
নির্ধারিত বিশ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ চার উইকেটে ১৯০ রান। মোহাম্মদ নবি করেছেন অপরাজিত ১১* রান। স্কটল্যান্ডের হয়ে সাফিয়ান শরিফ নিয়েছেন ৩৩ রানে ২টি উইকেট।