২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

রাশিয়ার বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’ নিয়েছে ফিফা

- Advertisement -

ইউক্রেন সাথে যুদ্ধের ইস্যুতে রাশিয়ার বিপক্ষে অবস্থান করেছ প্রায় সব ক্লাব। বাদ যাননি তারকারাও, যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন অনেকেই। কেউ টুইট করে নিজেদের অবস্থান জানিয়েছেন, কেউ গোল উৎযাপনের মাধ্যমে। ক্লাব-ফুটবলার ছাড়িয়ে এই ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান ফুটবল অ্যাসোসিয়েশন গুলো। পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র রাশিয়ার বিপক্ষে তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও বাতিল করেছে।

থেমে থাকেনি উয়েফাও। রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এই ইস্যুতে এবার মিলেছে ফিফার সাড়া, অবশেষে পদক্ষেপ নিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ। ফিফা থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়ার পতাকা এবং জাতীয় সঙ্গীত।

নাম পরিবর্তন করে খেলতে হবে রাশিয়াকে।

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক দলকে এখন থেকে খেলতে হবে অ্যাওয়ে ভেন্যু অথবা নিরপক্ষে ভেন্যুতে। খেলার আগে স্টেডিয়ামে বাজানো হবেনা রাশিয়ার জাতীয় সঙ্গীত। ফিফার আপত্তি আছে রাশিয়া নামটিতেও, তাই রাশিয়াকে খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে।

ইউক্রেন সাথে যুদ্ধের ইস্যুতে এটিই ছিলো রাশিয়ার বিরুদ্ধে ফিফার নেওয়া প্রথম পদক্ষেপ। এটিকে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’ বলেছে ফিফা, যুদ্ধ বন্ধ না হলে রাশিয়াকে ফুটবল থেকে নিষিদ্ধ করবে বলে জানানো হয়েছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img