লং অনে বলটাকে ঠেলে দিয়ে বাবর আজমের দৌড়। দুই রান কমপ্লিট করতে পারলেই আসবে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয়। পুরো স্টেডিয়াম নীরব, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রান নেয়ার জন্য তুমুল গতিতে ছুটছেন মোহাম্মদ রিজওয়ান। দুই রান পূরণ হতেই হেলমেট, গ্লাভস খুলে দিলেন এক দৌড়; সেইসাথে শুরু স্টেডিয়ামে উপস্থিত পাকিস্তানি সমর্থকদের উল্লাস। বাবরকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত রিজওয়ান; ভিরাট কোহলি এসে মাথাটাতে দিলেন হাতটা বুলিয়ে!
দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচের শেষ দৃশ্যগুলো নিশ্চয়ই ভক্ত-সমর্থকদের চোখে ভাসে এখনও। পাকিস্তান জিতলেও ভারত যেভাবে স্বাগত জানিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের, এমন দৃশ্যের দেখা তো মিলে কালেভদ্রেই। মাঠে এবং মাঠের বাইরে ভারত-পাকিস্তান নিয়ে লড়াই চললেও খেলোয়াড়রা যে এই লড়াইটাকে খেলা শেষ হলেই প্রশ্রয় দেন না সেটা তো স্পষ্ট। আরও নিশ্চিত হওয়া যায় রবীচন্দ্রন অশ্বিনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের এক প্রশ্নের উত্তরে।

পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে কে প্রিয় সেই প্রশ্নের জবাবে ভারতীয় স্পিনার বলেন, “আমি সবসময়ই রিজওয়ানের খবর রাখি। খেলাটাকে সে যেভাবে বদলে দিয়েছে তা নিয়ে আমি বরাবরই কথা বলেছি। আর, ব্যাটিংয়ে ধারাবাহিকতার কথা যদি বলতে হয়, তাহলে বলবো বাবর আজমের কথা।”
ভারতীয় স্পিনার আরও একজনের নাম বলেছেন উত্তরে, “রিজওয়ান-বাবরের পর যদি কারো কথা বলতে হয়, তাহলে বলব শাহীন আফ্রিদির কথা। সে অসম্ভব রকমের প্রতিভাবান। পাকিস্তানে অবশ্য চিরকালই প্রতিভাবান খেলোয়াড়দের জন্ম দিয়েছে।”
Ashwin answers #CricketTwitter. 40 questions, 40 answers.
Presenting '40 Shades of Ash', unraveling different facets of Ash the cricketer & the human being.
Twitter, this is an exclusive video for you. We're sure you will love it! ☺️@ashwinravi99
🛑 https://t.co/SLZaJdekRZ pic.twitter.com/p92TeH8zyt
— Crikipidea (@crikipidea) December 16, 2021
সর্বমোট চল্লিশটি প্রশ্নের উত্তর করেছেন রবীচন্দ্রন অশ্বিন। কথা বলেছেন বেশ কিছু বিষয় নিয়েই।