৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

রিশাদের উন্নতিতে শুধুমাত্র মুশতাককে কৃতিত্ব দিতে চান না শান্ত

- Advertisement -

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন জাতীয় দলের স্পিনার রিশাদ হোসেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের ঘুম হারাম করেছিলেন লেগ স্পিন ভেলকিতে। রিশাদের এমন উন্নতিতে সে সময় বেশ প্রশংসায় ভাসেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তবে রিশাদকে এককভাবে কৃতিত্ব দিতে চান না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, “উনি খুবই ভালো কাজ করেছেন। কিন্তু আমি শুধুমাত্র মুশতাক আহমেদকে কৃতিত্ব দিতে চাই না”

মূলত রিশাদের উন্নতিতে শান্ত দেশীয় কোচদেরও কৃতিত্ব দিতে চেয়েছেন। মুশতাক টি-টোয়েন্টি বিশ্বকাপের একটু আগে থেকে জাতীয় দলের স্পিনারদের সাথে কাজ করেছেন। তার আগে রিশাদের মতো স্পিনারদের নিয়ে কাজ করেছেন দেশীয় কোচরাই। তাই শুধুমাত্র মুশতাককে ক্রেডিট দিতে রাজি নন শান্ত।

রিশাদের উন্নতিতে শুধুমাত্র মুশতাককে ক্রেডিট দিতে নারাজ নাজমুল হোসেন শান্ত

কিছুদিন পরেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। বিদেশের মাটিতে খুব একটা ভালো করতে পারে না টাইগাররা। বাবর আজম-শান মাসুদদের বিপক্ষেও ভালো করাটা শান্তদের জন্য একটু কঠিনই। তবে অভিজ্ঞ ক্রিকেটাররা ভালো করলে বাংলাদেশের ভালো করার চান্স বেশি বলে মনে করেন শান্ত।

পাকিস্তান সিরিজ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, “পাকিস্তান সিরিজ খুবই চ্যালেঞ্জিং হবে। তারা খুব ভালো দল। কিন্তু আমার মনে হয় এই ফরম্যাটে আমাদের বেশকিছু অভিজ্ঞ প্লেয়ার আছে। যেমন মুশফিক ভাই-মুমিনুল ভাই। আমরা যদি আমাদের অভিজ্ঞতাটা দেখাতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে”

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটাররা খুব একটা ভালো করতে পারেননি। পাকিস্তান সিরিজে কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন শান্ত। তবে সেই পরিকল্পনাটা কী সেটা এখনি বলতে চান না জাতীয় দলের এ অধিনায়ক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img