২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রিয়াল বনাম সেভিয়া:  লা লিগার পেন্ডুলাম ঘুরবে কোন দলের দিকে?

- Advertisement -

পেন্ডুলামের মতো দুলতে থাকা স্প্যানিশ লিগে (লা লিগা) যেন দেখা যাচ্ছে শিরোপাজয়ীদের, বার্সা-আতলেতিকোর অলিখিত ফাইনাল গোলশুণ্য ড্র হওয়ায়  শিরোপা জয়ের সুভাস পাচ্ছে আতলেতিকোর নগর প্রতিদন্দ্বী রিয়াল মাদ্রিদ। একমাত্র রিয়ালের নিজের হাতেই রয়েছে লিগের ভাগ্য। তবে এক্ষেত্রে লিগের বাকি ম্যাচগুলোতে জয়ের কোন বিকল্পই নেই স্প্যানিশ জায়ান্টদের। রবিবার দিবাগত রাত ১টায় ঘরের মাঠ আলফ্রেদো দি স্তিফানোতে আরেক শিরোপা প্রত্যাশী সেভিয়ার মুখোমুখি হবে জিনেদিন জিদান শিষ্যরা।

শনিবার রাতে চলতি মৌসুমের সবচেয়ে গুরুত্বপুর্ণ ম্যাচে মুখোমুখি  হয় আতলেতিকো আর বার্সেলোনা। কার্যত রিয়ালের চীর প্রতিদন্দ্বী আর নগর প্রতিদন্দ্বীদের ম্যাচ গোলশুণ্য ড্র হওয়ায় আসল লাভটা হয়েছে  অল হোয়াইটদের। পয়েন্ট হারিয়েই মূলত রিয়ালের থালায় শিরোপা নামক খাবার তুলে দিলো আতলেতিকো-বার্সা। সমান ৩৫ ম্যাচে শীর্ষে থাকা আতলেতিকোর সংগ্রহ ৭৭ পয়েন্ট, আর বার্সা দু পয়েন্টের ব্যবধানে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।  তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলা রিয়ালের সংগ্রহ এক ম্যাচ কম খেলে ৭৪। রাতের ম্যাচে জয় পেলেই গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার সিংহাসনে আড়োহন করবে  জিনেদিন জিদানের দল।

ইনজুরির সমস্যা কাটিয়ে প্রায় মাসখানেক  পর গত বুধবার চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মূল একাদশে খেলতে নেমেছিলেন মাদ্রিদ অধিনায়ক রামোস, সেই শেষ! আবারো ইনজুরিতে পড়ে চলে গেলেন মাঠের বাইরে। গুরুত্বপুর্ন ম্যাচে দলের মূল অস্ত্রকে না পাওয়া জিনেদিন জিদানের কপালের ভাঁজটাই দীর্ঘায়ীত করবে। পরিসংখ্যান দুদলকেই শক্তি যোগাবে।

রিয়ালের যেখানে আছে সেভিয়ার বিপক্ষে টানা চার ম্যাচ জয়ের রেকর্ড, সেভিয়া ভরসা খুঁজতে পারে সর্বশেষ তিন ওয়ে ম্যাচে শতভাগ জয়ের রেকর্ডে। এ লড়াই সবকিছু ছাঁপিয়ে হতে পারে দুই ক্রোয়েশিয়ান সেভিয়ার রাকিতিচ আর মাদ্রিদের মদ্রিচের।

এখনো  অনেক যদি কিন্ত তবের সমিকরনে  শিরোপা স্বপ্ন দাড়িয়ে আছে রাতে রিয়ালের প্রতিপক্ষ সেভিয়ার। রিয়ালের সমান ৩৪ ম্যাচ খেলে সেভিয়ার পয়েন্ট ৭০। কার্যত কাগজে-কলমে একটু হলেও বেঁচে আছে  সেভিয়ার শিরোপা জয়ের আশা। এজন্য বাকি ম্যাচগুলোতে জয়ের কোন বিকল্প তো নেই-ই, উলটো তাকিয়ে থাকতে হবে শীর্ষে থাকা বাকি তিনদলের দিকেই। সেভিয়া তাদের শেষ চার ম্যাচে জয় পেলে সেভিয়ার পয়েন্ট হবে  ৮২। বাকি ম্যাচগুলোতে  আতলেতিকো ৫,       বার্সা ৭ আর রিয়াল যদি ৮ পয়েন্টের কম পায়, তাহলেই শিরোপা সেভিয়ার। শিরোপা সেভিয়ার হোক কিংবা না হোক, শিরোপার  লড়াইয়ে সেভিয়ার অন্তুর্ভুক্তি যে লা লিগায় বাড়তি রোমাঞ্চ যোগ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img