১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

রুটের পাঁচ, দেড়শোর আগেই অল আউট ভারত

- Advertisement -

সাজেশন থেকে প্রশ্ন না এলে পরিক্ষার্থীর যে অবস্থা হয় ভারতের অবস্থাও এখন তেমন। আহমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয়েছিল ১১২ রানে। প্রথমদিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ৯৯ রান নিয়ে। দ্বিতীয় দিনের পয়লা সেশনে ৪৬ রান তুলতেই ভারত হারিয়েছে ৭ উইকেট, রুট একাই নিয়েছেন পাঁচটা।

আহমাদাবাদ টেস্টের শুরুর আগে বেশ কথা হয়েছিল উইকেট নিয়ে, উইকেটে ঘাস থাকবে, পেসাররা সুবিধা পাবেন এমনটাই কথা ছিল। ভুল, পেসার না, আহমেদাবাদ যেন স্পিনের অভায়ারণ্য। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেটের ৯টা নিয়েছেন স্পিনাররা, ভারতের ১০ উইকেটের ৯টাও স্পিনারদের।

ইংল্যান্ডের একাদশে পরীক্ষিত স্পিনার কেবল জ্যাক লিচ, বাধ্য হয়েই তাই বল হাতে নিয়েছেন জো রুট। পুরোদস্তর সফলও বলা যায়। ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রুট, ৪টি লিচ।

আহমেবাদে শুরুর দুই দিনেই জমে উঠেছে টেস্ট। আপনি যদি টেস্ট ক্রিকেটকে মৃত ভাবেন তবে টিভিতে চোখ রাখতে পারেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img