১৪ মার্চ ২০২৫, শুক্রবার

রুপগঞ্জে মাশরাফী

- Advertisement -

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ডিপিএলকে ঘিরে আছে ম্যাশের প্রবল আগ্রহ। অনেক আগেই জানিয়েছিলেন বিপিএল নয়, ডিপিএলেই চোখ তাঁর। বুধবার জানালেন নিজের অনুভূতি, সেইসাথে বললেন অন্য ক্রিকেটারদের খুশির কথাও।

“ভীষণ ভালো লাগছে। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ডিপিএলে খেলে। এখানে খেলার মজাটাই অন্যরকম। ডিপিএল আবার অনুষ্ঠিত হতে দেখে দেশের ক্রিকেটাররা বেশ খুশি হবে”- বলছিলেন ম্যাশ

এর আগে সদ্য শেষ হওয়া বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে চার ম্যাচ খেলেছেন মাশরাফী। সেখানেই পেয়েছেন চোট, ব্যাক পেইনের কারণে তাই খেলেননি শেষের ম্যাচগুলো। তবে ম্যাশ আশাবাদী ডিপিএলে পুরো ফিট হয়েই পারবেন ফিরতে, “বিপিএলে খেলার সময়ে চোট পেয়েছিলাম। সেটারই চিকিৎসা করাতে যাচ্ছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img