২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রোনালদো ছাড়াই এফএ কাপে জিতলো ইউনাইটেড

- Advertisement -

লিগ কাপ হাতছাড়া হয়েছে। এখন এফএ কাপে দৃষ্টি ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলো রেড ডেভিলরা। মঙ্গলবার অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউণ্ডে পৌঁছে গেছে রালফ রাগনিকের দল।

স্টিভেন জেরার্ডের অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউনাইটেড খেলতে নেমেছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই। ছিলেননা নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুয়ায়ারও।

স্কট ম্যাকটমিনের হেডে ম্যাচের ৮ম মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। তবে এরপর থেকে তাদের দিতে হয় ধৈর্য্য আর রক্ষণের কঠিন পরীক্ষা। অ্যাস্টন ভিলা বারবার তাদের আক্রমণ করেছে এমনকি দুই দুইবার বল জালেও জড়িয়েছেন ড্যানি ইংস ও অলি ওয়াটকিনস। কিন্তু সেগুলো ভিএআর ও অফসাইডে বাতিল হয়েছে। ইউনাইটেডের আরো বেশি গোল দেওয়ার সম্ভাবনা প্রতিহত করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

চতুর্থ রাউন্ডে ইউনাইটেডের প্রতিপক্ষ মিডলসবরো।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img