প্রায় দেড়মাসের সফর শেষে রোববার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৪ এপ্রিল বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার জালাল ইউনুস জানিয়েছেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে স্থানীয় সময় ৩ এপ্রিল দিবাগত রাত ১টা ২০ মিনিটে রওনা দিবে টাইগাররা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটিতে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে খালি হাতেই রোববার দেশে ফিরছে ক্রিকেটাররা।