৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

রোহিতের হাত ধরে সাফল্য আসবেই: গৌতম গম্ভীর

- Advertisement -

সাউথ আফ্রিকা সিরিজ থেকেই ভারত ওডিআই দলের দায়িত্ব নিচ্ছেন রোহিত শর্মা। ভিরাট কোহলিকে সরিয়ে তাঁর জায়গায় রোহিতকে অধিনায়কত্ব দেয়ার পক্ষে-বিপক্ষে রয়েছেন ভিন্ন ভিন্ন মত। তবে, ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর রোহিতকেই সাদা বলের ক্রিকেট পরিচালনার জন্য যোগ্য দলপতি হিসেবে মনে করছেন। ভারতের ক্রিকেট নাকি সঠিক পথেই আছে, রোহিতের হাত ধরেই দলে আসবে সাফল্য!

“আমি মনে করি, একজন দলনেতা হিসাবে রোহিত অবশ্যই ভারতীয় ক্রিকেটের জন্য ভালো কিছুই করে দেখাবে। এছাড়াও; ভারতীয় ক্রিকেট এখন নিরাপদ হাতই আছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে”- গৌতম বলছিলেন

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে পাঁচটি শিরোপা জেতা রোহিত শর্মাকে আইপিএলে অন্যান্য দলের অধিনায়কদের চেয়েও বিশেষ মনে করছেন সাবেক এই ক্রিকেটার। তাঁর মতে, “সে আইপিএলে পাঁচটি শিরোপা জিতেছে! সুতরাং, সে অবশ্যই এমন কিছু করছে যা অন্যান্য অধিনায়কদের থেকে আলাদা। দলের প্রয়োজনে সে যেমন শান্ত থাকতে পারে, আবার খেলোয়াড়দের উপরও খুব বেশি চাপ প্রয়োগ করে না। যা আসলে পুরো স্কোয়াডকে ভালো খেলতে সাহায্য করে”        

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img