২৯ মার্চ ২০২৪, শুক্রবার

লকডাউনে বাংলাদেশ গেমস কি চলবে?

- Advertisement -

দেশে করোনা প্রকোপ বেড়েছে, শুক্রবার করোনা শনাক্তের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশে। বাধ্য হয়েই সরকার এক সপ্তাহের লকডাউন দিতে যাচ্ছে সোমবার। শনিবার এমন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

লকডাউনে যদি সবকিছু বন্ধ থাকে তাহলে চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসও সোমবার থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা। অবশ্য সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন(বিওএ)।

প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমস এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে বলে জানিয়েছেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন। করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় এরই মধ্যে সরকার নানা সিদ্ধান্ত নিয়েছে। কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img