৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

লাঞ্চের আগে দুই উইকেট, হতে পারত তিনটাও!

- Advertisement -

ধারাভাষ্যকক্ষ থেকে বারবার শোনা যাচ্ছিল একটা উইকেট পেলেই বদলে যাবে খালেদ আহমেদের বোলিং, আরোও আত্মবিশ্বাসের সাথে করতে পারবে পরিকল্পনার বাস্তবায়ন। হয়েছেও তাই, খালেদ বাবর আজমকে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শিকার করার পর থেকেই যেনো অন্য এক ছন্দে, একপ্রান্ত দিয়ে করে গেছেন টানা বোলিং।

বাবরকে প্যাভিলিয়নে ফেরানোর দুই ওভার আগেই অবশ্য ইবাদত হোসেন তুলে নিয়েছেন আজহার আলীর উইকেট, বানিয়েছেন উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী। ইবাদত অবশ্য পেতে পারতেন মোহাম্মদ রিজওয়ানের উইকেটটাও। পাকিস্তান উইকেটকিপারের ব্যাকপেডে লাগা বলটায় টাইগার খেলোয়াড়দের এলবিডব্লিউয়ের আপিল এবং আম্পায়ারও আঙ্গুল তুলে দিয়েছিলেন সাড়া।

দুইবার আউট দিয়েছেন আম্পায়ার, দুইবারই রিভিউ নিয়ে বেঁচে গেছেন রিজওয়ান

কিন্তু, রিজওয়ান রিভিউ নেন, এবং সেখানে দেখা যায় বল লেগেছিল ব্যাটেও। উইকেটকিপার লিটন দাস বলটা যদি লুফে নিতে পারতেন তাহলেই হতে পারতো উইকেট। পাকিস্তান উইকেটকিপার আরেকবার বেচেছেন রিভিউ নিয়ে। এবার তাইজুলের বলে সুইপ করতে গিয়ে পড়েছিলেন বিপদে, আম্পায়ারও দিয়েছিলেন। আবারোও রিজওয়ানের রিভিউ এবং আবারোও ‘নট আউট’।

লাঞ্চ বিরতিতে যাওয়ার তিন ওভার আগে নতুন বল তুলে নেয় বাংলাদেশ। কিন্তু, পাকিস্তান হারায়নি কোনো উইকেট। সংগ্রহটাও তাই চার উইকেটে ২৪২ । ২৬* রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলমের সংগ্রহ ১৯*।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img