.@Sandeep25 and @Heatherknight55 have named as the ICC men's and women's player of the month for September respectively.#SandeepLamichhane #HeatherKnight #ICCPOTM #Cricket #CricTracker pic.twitter.com/SAyqO8cBCB
— CricTracker (@Cricketracker) October 11, 2021
সেপ্টেম্বরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এই পুরস্কার পেয়েছেন লামিচানে। ৬ ওয়ানডেতে ৭.৩৮ গড় ও ৩.১৭ ইকোনমি রেটে নিয়েছেন ১৮ উইকেট। টুর্নামেন্টে ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে ৩৫ রানে ৪ উইকেট ও ১১ রানে ৬ উইকেট নেন তিনি। ওমানের বিপক্ষে নেন ১৮ রানে ৪ উইকেট।
নাসুম ও লামিচানে বাদে এই পুরস্কারের দৌড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা।
প্রমীলা ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট। তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লেসালি লি।
নিউজিল্যান্ড সিরিজে ভালো বোলিংয়ের সুবাদে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থে মনোনয়ন পেয়েছিলেন নাসুম। তাঁর আগে জুলাই মাসে এই মনোনয়ন পান সাকিব; যদিও সেটি জেতেননি এই অলরাউন্ডার। তবে তার আগে মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ জিতেছিলেন মুশফিক।