১৪০ দিন পর লিগে হারল পিএসজি! লিগে ৮, সবমিলে ১৫ ম্যাচ পর পিএসজির হার। সেটাও আবার নঁতের বিপক্ষে, ৩-১ ব্যবধানে। পয়েন্ট টেবিলে জায়গা ওলটপালট না হয়ে গেলেও পিএসজি শিবিরে এই হার নিশ্চিতভাবেই ধাক্কা হয়ে এসেছে, চিন্তা বাড়িয়েছে। সবচেয়ে বড় চিন্তাটা বোধহয় লিওনেল মেসি আর নেইমারকে নিয়েই। আরও স্পষ্ট করে বললে পেনাল্টি মিস নিয়ে।
Nantes 3-1 PSG.
PSG lose a league game for the first time in four months 😳 pic.twitter.com/8ai6wd69Sc
— GOAL (@goal) February 19, 2022
এইতো সেদিনের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেনাল্টির সুযোগ পেয়েও দলকে গোল এনে দিতে পারলেন না মেসি। শেষ মুহুর্তের এমবাপ্পের গোলে জিতলেও মেসির সেই পেনাল্টি মিস তুলেছে প্রশ্নের ঝড়। পরের ম্যাচেও পেনাল্টি থেকে গোলের সুযোগ, এবার মেসির জায়গায় নেইমার; কিন্তু এবারেও দলকে গোল এনে দিতে ব্যর্থ পিএসজি।

প্রথমার্ধেই নিজেদের জালে তিন গোল, পিএসজি অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের গোলে দিয়েছে লড়াইয়ের পূর্বাভাস। কিন্তু শেষ রক্ষা হয়নি, হয়তো নেইমার পেনাল্টি থেকে গোলটা আদায় করে নিতে পারলে দৃশ্যপটটা অন্যরকম হতেও পারতো। তবে আলাদা করে বলতে হয় নঁতের গোলরক্ষক আলবাঁ লাফঁতের কথা, যেন চীনের মহাপ্রাচীর হয়ে গিয়েছিলেন এদিন।