বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)। এলএলসিয়ের প্রথম আসরে অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে বলিউডের মহাতরকা অমিতাভ বচ্চনকে।
“আমি অপেক্ষায় আছি, এলএলসিতে আবারো ক্রিকেটের কিংবদন্তীদের খেলা দেখতে পারবো। তাঁরা আবারো মাঠে পুরানো প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনবে। ক্রিকেট ভক্তদের জন্য তাঁদের খেলা দেখার সুযোগ পাওয়াটা একটি দুর্দান্ত ব্যাপার”- এক অফিসিয়াল রিলিজে অমিতাভ বলছিলেন
এবারের আসরের লিগ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারত ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী। বলিউডের এই তারকার লিগে কাজ করা সম্পর্কে তিনি জানান, “এই কীর্তিমান তারকার অন্তর্ভুক্তি আমাদের এই লিগকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করবে। তাঁর সাথে কাজ করতে পারাটা বিশাল বড় প্রাপ্তি। এই তরকার সাথে ক্রিকেট নিয়ে কাজ করতে আমি মুখিয়ে আছি”
উল্লেখ্য, আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লিজেন্ডস লিগ ক্রিকেট’ শুরুর সম্ভাব্য তারিখ এখনও জানানো হয়নি। আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানের ‘আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে’।