নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁহাতি ওপেনারের ফেরা প্রত্যাশিত হলেও এশিয়া কাপের দল থেকে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ায় সুযোগ মিলেছে রিয়াদের। কিউইদের বিপক্ষে ম্যাচে তাদের কোনো চাপ দিতে চান এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাশ।
“দুজন সিনিয়র প্লেয়ার থাকলে সব সময়ই সহায়তা হয়। তাঁরা অনেক দিন পর এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে চাপ দিতে। ওনারা খেলাটা উপভোগ করুন। আমার মনে হয়, বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় যদি উপভোগ করে, তাহলে সফল হওয়ার সুযোগটা বেশি থাকে”– প্রেস কনফারেন্সে বলছিলেন লিটন
কিউইদের বিপক্ষে ডাক খেলবেন সৌম্য সরকারও। অনেকদিন বাঁহাতির ব্যাটে রান নেই। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট, কোথাও পারফর্ম করতে পারেননি। সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও খুব একটা খারাপ না করলেও ভালো করেননি। তবে এই সিরিজে ভালো করতে পারলে মিলতে পারে বিশ্বকাপের দলে সুযোগ। সংবাদ সম্মেলনে এমনটাই বলছিলেন লিটন।
তিনি বলেন, “এ দলে যে কজন আছে, হৃদয়ই সম্ভবত টানা খেলছে। আমিও মাঝে দুটি ম্যাচ খেলিনি অসুস্থতার কারণে। আচ্ছা, দুঃখিত, নাসুম ও মেহেদীও খেলেছে এশিয়া কাপে। এটা একটা সুযোগ সবাইকে দেখার। সামনে বিশ্বকাপ। সবার সমান সুযোগ আছে”
এছাড়াও দলে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, জাকির হাসান ও রিশাদ হোসেন। কিউইদের বিপক্ষে নজরকাড়া পারফর্ম্যান্স করতে পারলে তাদের সুযোগ রয়েছে বিশ্বকাপের স্কোয়াডে থাকার। সংবাদ সম্মেলনে লিটনের কথা থেকে তা অনুমান করাই যায়।